প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদা কিছুটা কমার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০১ ১১:৫৩:১৫

চলতি ২০২২ বছরে প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রধান কারণ আকাশচুম্বী দাম এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বাজারে সৃষ্ট নানামুখী প্রতিবন্ধকতা। সম্প্রতি এক ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।
এর আগে গত জানুয়ারিতে গ্যাসের চাহিদা পূর্বাভাস নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছিল আইইএ। এতে জ্বালানি পণ্যটির চাহিদা ১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়। তবে চলতি মাসে এসে চাহিদা পূর্বাভাস কমানো হয়েছে।
নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদার পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার কোটি ঘনফুটে। অর্থাৎ গত বছর যুক্তরাষ্ট্র যে পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করেছিল তার অর্ধেকে দাঁড়াবে বৈশ্বিক চাহিদার পরিমাণ। গত বছর প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক ব্যবহার বেড়েছিল ৪ দশমিক ৫ শতাংশ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













