৩৪ শতাংশ বেড়েছে স্বর্ণের বৈশ্বিক চাহিদা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৭ ০৯:২০:৪৬

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মূল্যবান ধাতু স্বর্ণের বৈশ্বিক চাহিদা বেড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। চাহিদা প্রবৃদ্ধিতে সর্বাধিক অবদান রেখেছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস (ইটিএফএস)। তবে সাধারণ গ্রাহক, স্বর্ণালংকার, বার ও কয়েনে চাহিদা কমেছে। ঊর্ধ্বমুখী চাহিদার প্রভাব ধাতুটির দাম রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের খাত স্বর্ণের চাহিদা বাড়ছে লক্ষণীয় মাত্রায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে।
সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড অ্যাসোসিয়েশন (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রান্তিকে স্বর্ণভিত্তিক ইটিএফএসে ব্যাপক বিনিয়োগ এসেছে। এতে চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাসে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১ হাজার ২৩৪ টনে উন্নীত হয়েছে। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের এটিই সর্বোচ্চ চাহিদা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













