মালয়েশিয়ার পাম অয়েল মজুদ বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৮ ০৯:১৫:৩৮

মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ বেড়েছে এপ্রিল মাসে। গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মজুদ বৃদ্ধির ঘটনা ঘটল। ওই মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন বেড়েছে। ব্যাপক চাহিদা থাকায় আমদানিও ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু এ সময় পণ্যটির রফতানি কমেছে। এসব বিষয়ই মজুদ বৃদ্ধিতে ভূমিকা পালন করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, এক মাসের ব্যবধানে পাম অয়েলের মজুদ বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার টনে। চলতি বছরের জানুয়ারির পর এটিই সর্বোচ্চ মজুদ।
বর্তমানে পাম অয়েল উৎপাদনে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৮০ হাজার টনে, যা পাঁচ মাসের সর্বোচ্চ।
অন্যদিকে গত মাসে দেশটি ১২ লাখ টন পাম অয়েল রফতানি করতে সক্ষম হয়েছে। রফতানি কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। কিন্তু পণ্যটির আমদানি প্রায় ১২ শতাংশ বেড়েছে। ওই মাসে মালয়েশিয়া ৯৫ হাজার টন পাম অয়েল আমদানি করে।
পণ্যবাহী কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, অব্যাহতভাবে দাম বাড়তে থাকায় গত মাসে চীন, ভারত ও ইউরোপের দেশগুলো মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনার পরিমাণ কমিয়ে দেয়। এ কারণে পণ্যটির রফতানি ১৩ দশমিক ৬ থেকে ১৬ শতাংশ কমেছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













