ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৮ ১৩:৩৫:০৯

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৮ মে) সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে সাড়ে ১১টায় আসার কথা থাকলেও সাড়ে ১২টায় পৌঁছায় দলটি।
প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। বাংলাদেশ প্রস্তুতি নেবে সাগরিকার পাড়ে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। ৯ মে থেকে শুরু হবে প্রস্তুতি।
শ্রীলঙ্কা ঢাকায় অবস্থান করবে। ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর দলটি চট্টগ্রাম যাবে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৩ মে থেকে।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












