রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গত ২১ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার নতুন কমিটি গঠিত হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: ওমর ফারুককে সভাপতি ও একই বিভাগের মো: আল-আমিনকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের এ কমিটি গঠিত হয়।
মঙ্গলবার দুপুরে সভাপতি ওমর ফারুক ও সাধরণ সম্পাদক আল-আমিন সাক্ষরিত লিখিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম- সাধারন সম্পাদক আবু ইউসুফ ও অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন।
‘যুক্তির শাণিত শ্রোতে আঁকি মুক্তির মহাকাল’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদালয়ের হল-কেন্দ্রীক স্বনামধন্য সংগঠন ‘শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’ ২০১১ সাল থেকে সুনামের সাথে বিতর্ক চর্চা, বিভিন্ন টেলিভিশন বিতর্কে অংশগ্রহন, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে।
সানবিডি/ঢাকা/রাআ