
গত মাসে ইরাক প্রায় ১০ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলার। সম্প্রতি দেশটির জ্বালানি তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এপ্রিলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য ছিল ১০৪ ডলার ৯ সেন্ট।
বিবৃতি আরো বলা হয়, মোট রফতানির ৯ কোটি ৮১ লাখ ব্যারেল দক্ষিণ ইরাক থেকে বসরা বন্দরের মাধ্যমে রফতানি করা হয়। ২৯ লাখ ৯০ হাজার ব্যারেল রফতানি করা হয় কিরকুক প্রদেশ থেকে। এসব তেল টার্কিশ বন্দর ছায়হান ব্যবহার করে রফতানি করা হয়েছে।
রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই লাফিয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক দাম। এ পরিস্থিতিতে লাভবান হচ্ছে ইরাক ও অন্যান্য জ্বালানি তেল রফতানিকারক দেশ।
ইরাকের অর্থনীতি অপরিশোধিত জ্বালানি তেল রফতানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট জাতীয় আয়ের ৯০ শতাংশই আসে জ্বালানি তেল রফতানি থেকে।
সানবিডি/এনজে