কসবায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
প্রকাশ: ২০১৫-১০-১৩ ১০:৫৫:৫১

জেলার কসবা উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের লেসিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহত ডাকাতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের দুজনের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল কসবা উপজেলার কুটি এলাকার লেসিয়ারা গ্রামের ধনু মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














