নাশকতাকারী অথবা এলাকায় যাদের দুর্নাম আছে, এখন থেকে তাদের সরকারি চাকরিতে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘পুলিশ বাহিনীতে যাতে জামায়াত-শিবিরের লোক ঢুকতে না পারে, সেজন্য তাদের (পুলিশকে) সচেতন থাকতে হবে।’
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে একটি আন্তর্জাতিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রায় একই কথা বললেন আইজিপি।
নাশকতাকারীদের সব সরকারি চাকরি নাকি শুধু পুলিশে নেয়া হবে না- অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু সরকারি চাকরিতে পুলিশ ভ্যারিফিকেশন লাগে তাই সব সরকারি চাকরিতেই তাদের নেয়া হবে না।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাশকতা মামলা আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করছি না। নাশকতাকারী যে দলেরই হোক তাদের সরকারি চাকরিতে নেয়া হবে না।’
এর আগে বুধবার জাতীয় সংসদে পুলিশ বাহিনীর নতুন নিয়োগে যাতে জামায়াত-শিবিরের কোনো লোক না ঢুকতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসীরা যেন শৃঙ্খলিত একটি বাহিনীতে ঢুকতে না পারে, সে ব্যাপারে পুলিশের কর্মকর্তাদের সর্তক থাকতে হবে।’