অপার রহস্যের আধার এই পৃথিবী। প্রকৃতির কোণে কোণে ছড়িয়ে আছে কত না বৈচিত্র। নইলে ফুল কি দেখতে কখনো বানর কিংবা হাঁসছানার মত হয়! শুধু কি তাই! কোনো কোনো ফুল দেখলে আপনার মনে হবে ঠিক যেন লিপস্টিকে সজ্জিত কোনো তরুণীর ঠোট। এগুলো কিন্তু কোনো ফটোশপের কাজ নয়। সত্যি সত্যিই পৃথিবীতে এসব আশ্চর্য ফুল রয়েছে। এমন কিছু অদ্ভূত দর্শন ফুল নিয়ে আজকের আয়োজন।
[gallery ids="19760,19761,19762,19763,19764,19765,19766,19767,19768"]
সানবিডি/ঢাকা/এসএস