

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সিনেমা হল মালিকদের মাঝে সরকার ঘোষিত সহজ শর্তে ঋণ বিতরণের মাধ্যমে দেশের প্রতি জেলা ও উপজেলায় সিনেমা হল চালু করা সম্ভব।
নতুন সিনেমা হল নির্মাণ ও সংস্কারে সরকার ঘোষিত এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিলের সুবিধাপ্রাপ্তি ও সুষ্ঠু ব্যবহার নিয়ে শতাধিক হল মালিক-উদ্যোক্তার সাথে বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে মতবিনিময় করেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার চায়, দেশের সিনেমা শিল্প বিশ্ব অঙ্গনে জায়গা করে নিক। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র তথা সিনেমা হলের বিকাশ সমাজকে বিপথগামী থেকে রক্ষায় সহায়ক। তরুণ সমাজকে মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে রক্ষা করার ক্ষেত্রেও চলচ্চিত্র বড় ভূমিকা রাখতে পারে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, সিনেমা হলের বিকাশ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় সহায়ক। সভায় হল মালিকরা সহজ শর্তে এক হাজার কোটি টাকা ঋণ তহবিল গঠনকে দেশের চলচ্চিত্র শিল্পের পুনরুজ্জীবনের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেন।
এএ