রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
৩ লাখ ১০ হাজার ব্যারেল কমতে পারে তেলের বৈশ্বিক চাহিদা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-১৫ ১৩:০৭:৪৫

চলতি ২০২২ বছরের জন্য ফের অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস কমিয়েছে ওপেক। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো চাহিদা পূর্বাভাস কমানো হলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রবাহ তীব্র আকার ধারণ করায় জ্বালানি পণ্যটির ব্যবহার নিম্নমুখী হতে শুরু করেছে।
এ বিষয়ে মাসভিত্তিক একটি প্রতিবেদনে জ্বালানি রফতানিকারক দেশগুলোর জোট ওপেক জানায়, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৩৩ লাখ ৬০ হাজার ব্যারেল করে বাড়বে। এটি গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক ৩ লাখ ১০ হাজার ব্যারেল কম।
তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে গত মার্চে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩৯ ডলার পর্যন্ত উঠেছিল, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ। ফলে অর্থনীতিগুলোয় মূল্যস্ফীতির চাপ আরো তীব্র হয়ে ওঠে।
ওপেকের প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ রোধে চীনে কঠোর লকডাউন চলছে। এ কারণে দেশটিতে জ্বালানি তেলের চাহিদায় ধস নেমেছে। ২০২০ সালের পর দেশটিতে আবারো সর্বনিম্নে নেমেছে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার।
প্রতিবেদনে ওপেক জানায়, পূর্ব ইউরোপে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কভিড-১৯ জনিত বিধিনিষেধের কারণে চলতি বছর জ্বালানি তেলের চাহিদায় ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে।
তবে এসব প্রতিবন্ধতা সত্ত্বেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি তেলের বৈশ্বিক ব্যবহার দৈনিক ১০ কোটি ব্যারেল ছাড়াবে বলে প্রত্যাশা করছে ওপেক। এছাড়া চলতি বছরের গড় ব্যবহার মহামারীপূর্ব পর্যায়কেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ওপেক বলছে, বর্তমানে মূল্যস্ফীতি অব্যাহত বাড়ছে। পাশাপাশি আর্থিক সংকটও ক্রমবর্ধমান। চলতি বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এটি জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী সম্ভাবনাকে ব্যাহত করছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













