যুক্তরাষ্ট্রে ৩ শতাংশ বাড়বে কয়লা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৬ ০৯:০৪:১৭

কয়লা উত্তোলন বাড়ার পূর্বাভাস মিলেছে যুক্তরাষ্ট্রে। শক্তিশালী রফতানি চাহিদা থাকায় খনিগুলো উত্তোলন বৃদ্ধিতে জোর দিচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন খাতের জন্য মজুদ পরিপূর্ণ করার লক্ষ্যও রয়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।
এ বিষয়ে শর্ট টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন ২ কোটি শর্ট টন করে বাড়বে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৫৯ কোটি ৮০ লাখ শর্ট টনে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।
বিশ্ববাজারে কয়লার দাম ঊর্ধ্বমুখী। ফলে আগামী দুই বছর কয়লা রফতানিতে ভালো প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া গত বছর দেশটিতে কয়লার মজুদ কমে গিয়েছিল। এ বছর ঘাটতি পোষানোর জোর প্রচেষ্টা চলছে।
তবে শ্রমিক সংকট, ওয়াগন জট ও বহুমুখী চ্যালেঞ্জ থাকায় উত্তোলন বাড়ানোর পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইআইএ। সংস্থাটি জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্র বিদ্যুৎ উৎপাদনে ২১ শতাংশ কয়লা ব্যবহার করবে। আগামী বছর ব্যবহারের হার দাঁড়াবে ২০ শতাংশে।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













