
১৩ শতাংশ কমেছে ভারতের উদ্ভিজ্জ তেল আমদানির পরিমান। এপ্রিলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৯১ লাখ ২০ হাজার টনে। আমদানি কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে পাম অয়েল। ইন্দোনেশিয়া রফতানি বন্ধ ঘোষণা করায় পণ্যটির আমদানি নিম্নমুখী। খবর ইকোনমিকটাইমস।
সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক বিবৃতিতে জানায়, চলতি বছরের এপ্রিলে ভারত ৯ লাখ ১১ হাজার ৮৪৬ টন উদ্ভিজ্জ তেল আমদানি করেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ৫৩ হাজার ৩৪৭ টন।
আমদানীকৃত উদ্ভিজ্জ তেলের মধ্যে ভোজ্যতেলই ৯ লাখ ৮৫ হাজার টন। গত বছরের একই সময় ১০ লাখ ২৯ হাজার ৯১২ টন ভোজ্যতেল আমদানি করা হয়েছিল। অন্যদিকে ভোজ্য নয়, এমন তেল আমদানি করা হয়েছে ১১ হাজার ৭৬১ টন। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ২৩ হাজার ৪৩৫ টন।
বিবৃতিতে আরো বলা হয়, গত মাসে অপরিশোধিত পাম অয়েল আমদানি কমে ৪ লাখ ১৪ হাজার ৮২৯ টনে নেমেছে। গত বছরের এপ্রিলে আমদানি করা হয়েছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৩১ টন।
২০২১ সালের নভেম্বরে ভারতে তেল বিপণন মৌসুম শুরু হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মৌসুমের প্রথম ছয় মাসে উদ্ভিজ্জ তেল আমদানি বেড়েছে ৪ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭ হাজার ৫৭৪ টনে। আগের মৌসুমের একই সময় আমদানির পরিমাণ ছিল ৬৪ লাখ ২৮ হাজার ৩৫০ টন। আগামী অক্টোবরে মৌসুম শেষ হবে।
সানবিডি/এনজে