তামিম-জয়ের ব্যাটে উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৬ ১৮:০৯:০১


চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাব দিতে নেমে উড়ন্ত শুরু এনে দিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তামিম ইকবাল ৩৫ এবং জয় অপরাজিত আছেন ৩১ রানে।

এর আগে নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৯ রান করে আউট হন। ১০৫ রানে ৬ উইকেট নেন নাঈম। টেস্টে এটি তার সেরা বোলিং। ৮ টেস্টে তৃতীয়বারের মতো ম্যাচে ৫ উইকেটের দেখা পেয়েছেন অফস্পিনার নাঈম। এছাড়া সাকিব আল হাসানও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন। ৬০ রানে সাকিবের শিকার ৩ উইকেট। তাইজুল পেয়েছেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯ ওভারে ৭৬/০ (তামিম ইকবাল ৩৫*, মাহমুদুল হাসান জয় ৩১)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭ (ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, ওশাদা ফার্নান্দো ৩৬, কুশাল মেন্ডিস ৫৪; নাঈম হাসান ৬/১০৫, সাকিব আল হাসান ৩/৬০, তাইজুল ১/১০৭)

এএ