১১ শতাংশ বেড়েছে চীনের কয়লা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৮ ০৯:০৮:৩২

জ্বালানি সরবরাহ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কয়লা উত্তোলন বাড়াচ্ছে চীন। এপ্রিলে দৈনিক উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। যদিও মার্চে রেকর্ড উত্তোলন থেকে পিছিয়ে ছিল খনিগুলো।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, গত মাসে দেশটি ৩৬ কোটি ২৮ লাখ টন কয়লা উত্তোলন করে। দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে গড়ে ১ কোটি ২০ লাখ ৯০ হাজার টনে। তবে উত্তোলন বাড়লেও জ্বালানিটির চাহিদা ছিল নিম্নমুখী।
তথ্য বলছে, গত মার্চে চীন দৈনিক ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করেছিল। দৈনিক উত্তোলনে এমন উল্লম্ফন আর দেখা যায়নি। গত বছরের একই সময় দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৭ লাখ ৪০ হাজার টন।
ব্যুরোর দেয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
প্রতিদিন ১ কোটি ২৬ লাখ টনেরও বেশি কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। দেশটি ৬২ কোটি টনের জাতীয় মজুদ তৈরি করছে। উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













