
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে এপ্রিলে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ এক বছরের সর্বনিম্নে নেমেছে। মাসভিত্তিক এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।
সংস্থাটি জানায়, প্রতিদিন ৭ লাখ ১০ হাজার ব্যারেল করে সরবরাহ কমেছে। দৈনিক সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার ব্যারেলে। এ মাসে রাশিয়া অন্তত দৈনিক ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বন্ধ করেছে।
এই প্রতিবেদনে বলা হয়, এপ্রিলেও জ্বালানি রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাসের উত্তোলন ছিল হতাশাজনক। ব্লকটির মোট উত্তোলন দৈনিক ১০ লাখ ব্যারেলেরও বেশি কমেছে। অপরিকল্পিতভাবে রফতানি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় লিবিয়া ও কাজাখস্তানে উত্তোলন দৈনিক চার লাখ ব্যারেল কমেছে।
সংস্থাটি বলছে, উত্তোলন ব্যাপকভাবে কমে যাওয়ায় সরবরাহ ও উত্তোলন লক্ষ্যমাত্রার মধ্যে ব্যবধান অনেক বেড়েছে।
তবে আইইএর তথ্যানুযায়ী, মোট বৈশ্বিক উত্তোলন কমে গেলেও তাতে আংশিক ভারসাম্য এনেছে নন-ওপেক প্লাস দেশগুলোর ঊর্ধ্বমুখী সরবরাহ। প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল করে সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে এসব দেশ। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে দেশটি বিপুল পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করেছে। এছাড়া বায়োডিজেলের মূল্যবৃদ্ধিও উত্তোলন বাড়াতে সহায়তা করেছে।
সানবিডি/এনজে