আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে ভর্তি
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:৪৬:৫৩
বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিনে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তির পাশাপাশি হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত ৫০ জন রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসার ইনজেকশন ও গ্যাস সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছে রোগীর স্বজনেরা।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতি ও শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উত্তর শিহিপাশা গ্রামের ইব্রাহিম হাসানের ৭ মাসের মেয়ে মারিয়া খানম, কাওসার সরদারের ৫ মাসের ছেলে ইমরুল কায়েস, ইব্রাহিম ভুইয়ার ৮ মাসের ছেলে জিহাদ ভুইয়া, জসীম উদ্দিনের ১ বছরের ছেলে আরিয়ান, গৌরনদীর নন্দনপট্রি গ্রামের রহিম সরদারের নবজাতক আবদুল্লাহ, গৈলা গ্রামের কামাল সরদারের ৯ মাসের ছেলে রাফসান, ওই গ্রামের নুর হোসেনের ৩ মাসের ছেলে আব্দুল্লাহ, কাঠিরা গ্রামের রামকৃষ্ণ বিশ্বাসের ২ মাসের মেয়ে লতিকা, ওই গ্রামের কমলেশ হালদারের দেড় বছরের ছেলে জন হালদার, ভদ্রপাড়া গ্রামের সুজন সরদারের ১ বছরের ছেলে রাজু, দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ মশিউর রহমানের ৫ বছরের ছেলে মোরসালিন, টেমার গ্রামের সিরাজ হাওলাদারের ৮ মাসের ছেলে আরাফাত, উজিরপুরের সাতলা গ্রামের মনীন্দ্র বিশ্বাসের ৪ মাসের ছেলে মলয়সহ ১৩ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এছাড়াও গত রোববার ও সোমবার উপজেলার রাজিহার গ্রামে মিজানুর রহমানের ৫ মাসের মেয়ে আরিফা আক্তার, সোমাইপাড় গ্রামের শ্যামল অধিকারীর ৭ মাসের মেয়ে শ্রাবন্তী অধিকারী, দক্ষিণ শিহিপাশা গ্রামের জাকির হোসেনের ২ মাসের ছেলে রেদোয়ান, মোল্লাপাড়া গ্রামের বীরেন হাওলাদারের ৯ মাসের ছেলে অর্জুন, বারপাইকা গ্রামের রতন গাইনের ১ বছরের ছেলে আপন গাইন, রাংতা গ্রামের খলিল ঘরামীর ১ বছরের ছেলে সাজিত ঘরামী, জহরেরকান্দি গ্রামের মিন্টু রাজীবের আড়াইবছরের ছেলে মিলন রাজীব ও কারফা গ্রামের বাদল হাওলাদারের ২ মাসের ছেলে সুকদেবসহ ১০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
এলাকায় নিউমোনিয়ার প্রাদূর্ভাব দেখা দেওয়ায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে অন্তত: ৫০ জনকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালে ওষুধ সংকটের কারণে দরিদ্র রোগীর স্বজনেরা রোগীদের নিয়ে বিপাকে পরেছেন। ডা. মো. আলতাফ হোসেন আরও বলেন, সরকারীভাবে হাসপাতালে সবরাহকৃত ঔষুধ বিশেষ করে ইনজেকশন ও গ্যাস সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। এলাকায় এখনও মহামারি আকার ধারণ করেনি। আবহাওয়াজনিত কারণেই এ রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো