সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩৪ দশমিক ৪১ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৯ কোটি ৬৭ লাখ ১০ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১৮ কোটি ৬৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৯ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩০ কোটি ৫৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডায়িংয়ে ১৩ দশমিক ১১ শতাংশ, ফোনিক্স ফাইন্যান্সে ১২ দশমিক ৯২ শতাংশ, সিএমসি কামালে ১২ দশমিক ৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিটারে ১১ দশমিক ২১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৯ শতাংশ, আমান ফিডে ৮ দশমিক ৮০ শতাংশ এবং মিরাকল ইন্ডাট্রিজে ৮ দশমিক ৩০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/ঢাকা/আহো