বিমান বিধ্বস্ত হয়ে ২৩ আরোহীর প্রাণহানির দুই দিন না যেতেই নেপালে আবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১১ আরোহী নিয়ে কাষ্ঠামান্ডাপ এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির দুজন ক্রু নিহত ও ৯ আরোহী আহত হয়েছে।
শুক্রবার সকালের দিকে নেপালের কালিকট জেলার চিলখায়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত বুধবার তারা এয়ারলাইনসের একটি ছোট যাত্রীবাহী বিমান মিয়াংদি জেলায় বিধ্বস্ত হলে ২৩ আরোহীর সবাই মারা যায়।
সানবিডি/ঢাকা/আহো