১৩ শতাংশ কমেছে প্লাটিনামের বৈশ্বিক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৪:৪৮:৪০


চলতি বছরের প্রথম প্রান্তিকে প্লাটিনামের বৈশ্বিক সরবরাহ ও চাহিদা লক্ষণীয় মাত্রায় কমেছে। দক্ষিণ আফ্রিকার খনিগুলো থেকে সরবরাহ ব্যাহত হওয়া এবং রাশিয়ায় ভূরাজনৈতিক অস্থিরতা এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে। দেশ দুটিতে মূল্যবান ধাতুটির উত্তোলন ও ব্যবহার কমেছে।

এ বিষয়ে ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল (ডব্লিউপিআইসি) জানায়, ভূরাজনৈতিক প্রতিবন্ধকতা ও সরবরাহ চেইনে সংকট প্লাটিনামের বাজারে ভয়াবহ আঘাত হেনেছে। প্রথম প্রান্তিকে সরবরাহ ১৩ শতাংশ কমে ১২ লাখ ৮০ হাজার আউন্সে নেমেছে। গত বছরের একই সময় সরবরাহের পরিমাণ ছিল ১৪ লাখ ৬০ হাজার আউন্স।

অন্যদিকে চাহিদা কমে যাওয়ার হার আরো প্রকট। জানুয়ারি-মার্চ পর্যন্ত ধাতুটির চাহিদা ২৬ শতাংশ কমে ১৫ লাখ ২০ হাজার আউন্সে নেমেছে। গত বছরের একই সময় চাহিদার পরিমাণ ছিল ১৭ লাখ আউন্স। এক প্রান্তিকের ব্যবধানে চাহিদা কমেছে ১০ শতাংশ। মূলত ইন্ডাস্ট্রিয়াল, অলংকার ও বিনিয়োগ খাতে নিম্নমুখী চাহিদাকে এর পেছনে দায়ী করা হচ্ছে।

ডব্লিউপিআইসি চলতি বছরের জন্য মোট উদ্বৃত্ত পূর্বাভাস কমিয়ে ৬ লাখ ২৭ হাজার আউন্সে নামিয়েছে। এর আগে ৬ লাখ ৫২ হাজার টনের পূর্বাভাস দেয়া হয়েছিল। সে হিসাবে গত বছরের তুলনায় উদ্বৃত্ত অর্ধেকে নেমে আসবে।

সানবিডি/এনজে