চট্টগ্রাম টেস্ট ড্র
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৫-১৯ ১৬:২৭:২৯

চট্টগ্রামে চলমান বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্দিমাল যে প্রতিরোধ গড়লেন, তাতে ম্যাচ যে ড্র হচ্ছে তা নিশ্চিত। তাই সোয়া চারটার দিকে ড্র ঘোষণা করা হয়।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। বাংলাদেশের ৬৮ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। টেস্টের চতুর্থ দিন তারা শেষ করে ৩৯ রানে দুই উইকেট হারিয়ে। পঞ্চম ও শেষদিনে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। দিনের শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন কুশল মেন্ডিস।
প্রথম সেশনে কুশলের উইকেটসহ আরও দুই উইকেট হারায় লঙ্কানরা। দুইটি উইকেটই নেন তাইজুল ইসলাম। লাঞ্চের পর করুনারত্নের উইকেটও হারায় লঙ্কানরা। এবারও শিকারী সেই তাইজুল। বিদায়ের আগে ১৩৮ বলে ৫২ রান করেন করুনারত্নে। এরপর সাকিবের আঘাতে দলীয় ১৬১ রানে সাজঘরে ফেরেন ধনঞ্জায়া ডি সিলভা। যাওয়ার আগে তিনি করেন ৩৩ রান। বাংলাদেশ তখন জয়ের স্বপ্ন দেখলেও বাধা হয়ে দাড়ান চান্ডিমাল ও ডিকভেলা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












