ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে ৩ কোটি ৪২ লাখ ৯ হাজার ৫৩৮টি শেয়ার ১১৮ কোটি ৬৮ লাখ ৪১ হাজার টাকায় লেনদেন হয়েছে এই কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ারটির দর ৩৪ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৩৭ টাকা ৮০ পয়সায়।
লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল বিএসআরএম লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ৬৪ লাখ ৬১ হাজার ১২০টি শেয়ার ১১৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকায় লেনদেন হয়েছে। আলোচিত সপ্তাহে কোম্পানির শেয়ারটির দর ১ দশমিক ০২ শতাংশ বেড়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ১৭৯ টাকা ৮০ পয়সায়।
লেনদেনের তৃতীয় স্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে ৯০ লাখ ৩৮ হাজার ৪৩৭টি শেয়ার ৭৩ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকায় লেনদেন করেছে। আলোচিত সপ্তাহে কোম্পানির শেয়ারটির দশমিক ১৩ শতাংশ দর বেড়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৭৯ টাকা ১০ পয়সায়।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, আমান ফিড ও সিএমসি কামাল লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো