‘ফুটবল সম্রাট’-এর সঙ্গে ‘সুরসম্রাট’
প্রকাশ: ২০১৫-১০-১৩ ১২:০৩:৩৯

‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। আর বাঙালির সেই ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে ৩৮ বছর পর কলকাতায় পা রেখেছেন ফুটবল সম্রাট পেলে। আর তাঁর সঙ্গে শুধু দেখা করতেই মুম্বই থেকে উড়ে এসেছেন সুরসম্রাট এ আর
রহেমান। সম্প্রতি পেলের সঙ্গে তোলা তাঁর ছবি রহমান পোস্ট করেছেন ট্যুইটার ওয়ালে।
আর পাঁচটা ফুটবল প্রেমীর মতো পেলের ফ্যান রহমান। তাই পেলের সঙ্গে দেখা করার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চান না তিনি। তাইতো সব কাজ ফেলে চলে এসেছেন কলকাতায়। সময় কাটিয়েছেন পেলের সঙ্গে। আর স্বপ্নের এই মুহূর্ত বন্দি করেছেন ক্যামেরার মোবাইলে। আর সেই ছবি ঝুলিয়ে দিয়েছেন ট্যুইটারে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













