১০ লাখ বেল কমতে পারে তুলার বৈশ্বিক ব্যবহার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২১ ১৪:০৮:৫৭

তুলার বৈশ্বিক ব্যবহার কমতে পারে চলতি মৌসুমে।এমন পূর্বাভাস মিলেছে। মৌসুম শেষে ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ১২ কোটি ২০ লাখ বেলে, যা আগের মৌসুমের তুলনায় ১০ লাখ বেল কম। খবর এজিফ্যাক্স।
এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে পণ্যটির দাম ১১ বছরের সর্বোচ্চে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বৈশ্বিক পরিস্থিতি তুলার ব্যবহার প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৩৬ বছরের মধ্যে এবারই প্রথম মে মাসে দেয়া পূর্বাভাসে তুলার ব্যবহার কমার পূর্বাভাস দেয়া হলো। যদিও এ পূর্বাভাসে পণ্যটির উৎপাদন বাড়ার কথা বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পূর্বাভাস কমানো হলেও চলতি মৌসুমে তুলার ব্যবহার দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













