
চলতি বছরের প্রথম প্রান্তিকে উৎপাদন হয় না এমন দেশগুলোয় কফির চাহিদা লক্ষণীয় মাত্রায় বেড়েছে। যদিও আসন্ন প্রান্তিকগুলোয় চীন ও রাশিয়ার বাজারে চাহিদা শ্লথ হয়ে পড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাবোব্যাংক।
এতে বলা হয়, যেসব দেশ কফি উৎপাদন করে না এবং আমদানির পর পুনরায় রফতানিও করে না, সেসব দেশে জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাসে পানীয় পণ্যটির দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে চাহিদা বৃদ্ধির হার ৯ শতাংশ। এছাড়া যুক্তরাষ্টে ৪ দশমিক ৬ এবং জাপানে ৫ দশমিক ১ শতাংশ চাহিদা বেড়েছে।
রাবোব্যাংক বলছে, চাহিদা বাড়লেও তা এখনো করোনা মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি। দুই বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে চাহিদা বেড়েছে মাত্র দশমিক ৬ শতাংশ।
সানবিডি /এনজে