সৌম্য অাউট, রান তুলছে টাইগাররা
আপডেট: ২০১৬-০২-২৬ ২০:০৩:৩০

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে ম্যাচটি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৫০ রান।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি মাশরাফিদের জন্য বাঁচা-মরার। বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। ইমরুলের পরিবর্তে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান।
উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরেছে ৪৫ রানে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে আমিরাত হেরেছে ১৪ রানে। দুই দলের জন্যই আজকের ম্যাচটি বাঁচা-মরার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












