পাম অয়েল বিক্রিতে ফের শর্ত জুড়ে দিচ্ছে ইন্দোনেশিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৪:০৩:৪০

স্থানীয় বাজারে পাম অয়েল বিক্রির ক্ষেত্রে ফের শর্ত জুড়ে দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটি রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পরদিনই এ ঘোষণা এসেছে।
এ শর্তের অধীনে স্থানীয় উৎপাদকদের রফতানির জন্য নির্ধারিত পাম অয়েল থেকে নির্দিষ্ট পরিমাণ সরকারকে সরবরাহ করতে হবে। তবে কতটুকু সরবরাহ করতে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
জোকো উইডোডোর সরকার গত নভেম্বর থেকে পাম অয়েল-সংক্রান্ত পলিসিতে বেশ কয়েকবার পরিবর্তন এনেছে। সর্বশেষ গত এপ্রিলের শেষ দিকে পণ্যটি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উদ্দেশ্য ছিল স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আনা। তবে সিদ্ধান্তের কারণে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ার কারণে লোকসানের অভিযোগ করেন।
মার্জারিন থেকে শুরু করে শ্যাম্পু তৈরিতে পাম অয়েল ব্যবহার হয়। কিন্তু বৈশ্বিক ভোজ্যতেলের এক-তৃতীয়াংশই আসে এটি থেকে। এর মধ্যে ৬০ শতাংশই সরবরাহ করে ইন্দোনেশিয়া।
দেশটির প্রেসিডেন্ট সম্প্রতি জানান, সোমবার তিন সপ্তাহ ধরে চলা নিষেধাজ্ঞার অবসান ঘটবে। যদিও সরকার দাম কমানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছিল তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি।
সংশ্লিষ্টরা জানান, প্রতি লিটার পাম অয়েলের দাম ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে দাম ১৭ হাজার রুপিয়ায় অবস্থান করছে। নিষেধাজ্ঞার আগে প্রতি লিটারের দাম ১৯ হাজার রুপিয়ারও বেশি ছিল।
অর্থনীতিবিষয়ক মন্ত্রী অ্যারলাঙ্গা হারতার্তো বলেন, সরকার আবারো ডমিস্টিক মার্কেট অবলিগেশন (ডিএমও) আরোপ করবে। এর মাধ্যমে দেশের বাজারে অন্তত এক কোটি টন পাম অয়েল সরবরাহ নিশ্চিত করা হবে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













