লিটনের শতক, অপেক্ষায় মুশফিক

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৩ ১৭:০০:১০


শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ খেলে শতকের পথেই ছিলেন, কিন্তু আচমকাই বাইরের এক বল তাড়া করার ভুল করে বসেছিলেন। শতক মিস করে যার খেসারত দিতে হয়েছিল লিটন দাসকে। ফিরেছিলেন ৮৫ রান করে।

তবে মিরপুরের হোম অব ক্রিকেটে এবার আর ভুল করলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। লঙ্কানদের বিপক্ষে তুলে নিলেন দারুণ এক শতক। ১৪৯ বলে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩১ রান। লিটনের সংগ্রহ ১২১ রান এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৮৯ রানে।

মিরপুর টেস্টের সকালে লিটন যখন ব্যাটিংয়ে নামেন তখন দলীয় স্কোর ৫ উইকেটে মাত্র ২৪ রান। সেখান থেকে মুশফিকের সঙ্গে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নেন লিটন। ধীরগতিতে ফিফটি হাঁকালেও শতক পেতে খুব বেশি সময় নেননি এই ব্যাটসম্যান।

প্রথম ফিফটি পেতে লিটন খেলেন ৯৬ বল। এরমধ্যে অবশ্য ব্যক্তিগত ৪৭ রানে একবার জীবন পান এই ব্যাটসম্যান। এরপর বাউন্ডারিতে পূর্ণ করেন ফিফটি। প্রথম পঞ্চাশ রানে লিটনের বাউন্ডারি ছিল ৮টি। পরের পঞ্চাশ পূর্ণ করতে এই ব্যাটসম্যান মাত্র ৫টি চার মারলেও বল খেলেন মাত্র ৫৩টি।

ব্যক্তিগত ৯৭ রানে ওভারথ্রো থেকে বাউন্ডারি পেয়ে ১৪৯ বলে শতক পূর্ণ করেন লিটন। লঙ্কানদের বিপক্ষে এটি লিটনের প্রথম শতক।