বহুল আলোচিত দীপিকা পাডুকোন অভিনীত হলিউডের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এ ছবিতে দীপিকা অভিনয় করেছেন ভিন ডিজেলের বিপরীতে।
হলিউডের অ্যাকশন তারকাভিন ডিজেল ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
তিনি জানালেন, আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিটি। প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এই কথা ঘোষণা করে হয়েছে।
ছবিতে যে চরিত্রে দীপিকা অভিনয় করছেন, তার নাম সেরেনা। ছবিতে তার সহ অভিনেতা হিসেবে থাকছেন, রুবি রোজ, স্যামুয়েল কে জ্যাকসন, নীনা ডোহরে, ডনি ইয়েন, কোনোর ম্যাকগ্রেগর ও টোনি ঝা। আর অবশ্যই ভিন ডিজেল।
সানবিডি/ঢাকা/রাআ