

দ্বিতীয় দিনের সকালের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। নতুন বলে ৭ ওভার কাটিয়ে দিয়েছিলেন মুশফিক ও লিটন। সাবলীল ব্যাটিংয়ে আসছিল রান। কিন্তু অষ্টম ওভারে শ্রীলঙ্কা পেল জোড়া সাফল্য।
পেসার রাজিথার অফস্টাম্পের বাইরের বলে ব্যাট সরাতে পারেননি লিটন। দ্বিতীয় স্লিপে কুশল মেন্ডিস দারুণ ক্যাচ নেন। দীর্ঘ অপেক্ষার পর অতিথিরা পেল উইকেটের স্বাদ। ১৪১ রানে থামলেন লিটন। ভাঙল তার ও মুশফিকের ম্যারাথন ২৭২ রানের মহাকাব্যিক জুটি। ২৪৬ বলে ১৬ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান লিটন।
দুই বল পর শ্রীলঙ্কার আরেকটি সাফল্য। আড়াই বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত প্রায় একই রকম ডেলিভারীতে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফেরার ম্যাচে রানের খাতা খুলতে পারেননি মোসাদ্দেক।
জোড়া সাফল্যে রাজিথা টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফারের স্বাদ পেলেন। আগের দিন ডানহাতি পেসার ৩ উইকেট পেয়েছিলেন।