যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টির সমর্থন আদায় করে চমক সৃষ্টি করেছেন। খবর বিবিসির।
এটিকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের লড়াইয়ের সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাত্র দু সপ্তাহ আগেও দলীয় মনোনয়ন লড়াইয়ে তারা দুজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে দলীয় মনোনয়ন লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর।
ক্রিস্টি সমর্থনের যুক্তি হিসেবে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পই তাদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে পারবেন।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, ক্রিস্টিকে রিপাবলিকান এস্টাব্লিশমেন্টের একটি অংশ মনে করা হয়। অন্যদিকে ট্রাম্পের বিতর্কিত প্রচারণা দল ভাঙ্গার হুমকি তৈরি হয়েছে।
রিপাবলিকান দলের মনোনয়ন পেতে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরো লড়াই করছেন সিনেটর ট্রেড ক্রুজ ও মার্কো রুবিওসহ আরো কয়েকজন প্রার্থী।
সানবিডি/ঢাকা/রাআ