বৈশ্বিক বাজারে এক সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৪ ১৪:১১:২২

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। মূলত ডলারের দরপতনে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ছে। এটি ডলারে লেনদেন হওয়া স্বর্ণের মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে। যদিও ঊর্ধ্বমুখী মার্কিন ট্রেজারি ইল্ড মূল্যবৃদ্ধির মাত্রাকে সীমিত রেখেছে। খবর রয়টার্স।
তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৮৪৮ ডলার ৯৬ সেন্টে লেনদেন হয়েছে। দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। কার্যদিবসের শুরুর দিকে প্রতি আউন্সের দাম ১ হাজার ৮৫৩ ডলার ৫৫ সেন্ট পর্যন্ত উঠেছিল, যা ১২ মে এর পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যবান ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৭ ডলার ৯০ সেন্টে।
চলতি সপ্তাহে নিম্নমুখী হতে শুরু করে ডলারের দাম। প্রায় দুই মাসের মধ্যে মুদ্রাটির প্রথম সাপ্তাহিক দরপতন ঘটল। আর ডলারের দরপতন মানেই বৈশ্বিক ক্রেতাদের কাছে মূল্যবান ধাতুটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে ওঠা।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্বর্ণের বৈশ্বিক চাহিদা বেড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। চাহিদা প্রবৃদ্ধিতে সর্বাধিক অবদান রেখেছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস (ইটিএফএস)। তবে সাধারণ গ্রাহক, স্বর্ণালঙ্কার, বার ও কয়েনে চাহিদা কমেছে। ঊর্ধ্বমুখী চাহিদার প্রভাব ধাতুটির দাম রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













