শুষ্ক আবহাওয়ায় আর্জেন্টিনায় গম উৎপাদন কমার পূর্বাভাস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৫ ০৮:৫৭:১৩

২০২২-২৩ মৌসুমে আর্জেন্টিনায় গম উৎপাদন কমার পূর্বাভাস মিলেছে। মূলত সম্ভাব্য শুষ্ক আবহাওয়া নিম্নমুখী উৎপাদনে প্রভাবকের ভূমিকা পালন করবে। রোজারিও গ্রেইনস এক্সচেঞ্জ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এক্সচেঞ্জ জানায়, মৌসুম শেষে লাতিন আমেরিকার দেশটিতে গম উৎপাদন কমে ১ কোটি ৯০ লাখ টনে নামতে পারে, যা ২০২১-২২ মৌসুমের রেকর্ড ২ কোটি ২১ লাখ টনের তুলনায় কম।
সংশ্লিষ্টরা বলছেন, লা নিনার প্রভাবে আগামী মাসগুলোয় বৃষ্টিপাত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আবাদি জমিগুলোয় আর্দ্রতার পরিমাণ গম উৎপাদনের জন্য অনুপযোগী হয়ে উঠতে পারে।
বর্তমানে বিশ্বে গম রফতানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশগুলোয় সরবরাহের দিক থেকে নেতৃস্থানীয় এ দেশ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটির রফতানি ১ কোটি ৪৫ লাখ রেকর্ড করা হয়েছে। এর মাধ্যমে দেশটি রফতানিতে সপ্তম শীর্ষে উঠে আসতে পারে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













