রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়াচ্ছে চীন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৭:১৩:৫৬

রাশিয়া থেকে অব্যাহতভাবে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়াচ্ছে চীন। কম দামি হওয়ায় চীনের আমদনিকারকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রুশ জ্বালানিটি।
সম্প্রতি জাহাজের তথ্য সংগ্রহ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিধেষাজ্ঞায় চ্যালেঞ্জের মুখে রুশ অর্থ ব্যবস্থা। আমদানিকারক দেশগুলো নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। এছাড়া ইউরোপ জ্বালানি আমদানিতে রুশনির্ভরতা কাটিয়ে ওঠার নীতি গ্রহণ করেছে। এসব কারণে দেশটির জ্বালানি তেল বাণিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি হয়। চীনের আমদানি বৃদ্ধি এ প্রভাব কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করছে।
চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। গত মাসে দেশটি রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় কমিয়ে দিয়েছিল। কারণ দেশটি থেকে আমদানি বাড়ালে ইউক্রেন ইস্যুতে বেইজিং প্রকাশ্যে পুতিনকে সমর্থন করছে বলেই প্রতীয়মান হতো। এতে চীনে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানিটির ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আশঙ্কা ছিল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ভরটেক্সার প্রাক্কলন অনুযায়ী, চলতি মাসে চীনের রুশ জ্বালানি তেল আমদানি দৈনিক ১১ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে, যা প্রথম প্রান্তিকের দৈনিক ৭ লাখ ৫০ হাজার ব্যারেল ও গত বছরের আট লাখ ব্যারেলের তুলনায় বেশি।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













