তিনশ পেরিয়েছে শ্রীলঙ্কার রান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১০:১১:০৩


বৃষ্টির দরুন ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা হয়েছে দুই সেশনেরও কম। একটা বড় সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ মনে করছেন, চতুর্থ ও পঞ্চমদিনে স্পিনাররা সুবিধা পেলে ম্যাচের ফল হতেও পারে।

কাল তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েকটা সেশন খেলতে পারিনি বৃষ্টির কারণে। কালকের দিনটা (আজ) গুরুত্বপূর্ণ। যদি উইকেটে একটু বেশি স্পিন ধরে, তাহলে ফলাফল সম্ভব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলংকার স্কোর ৩১২/৫। পাঁচ উইকেট হাতে রেখে তারা ৫৩ রানে পিছিয়ে। ম্যাচে লিডের আশা শ্রীলংকার।