বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে আগামী অর্থবছরে বাজাটে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।তিনি বলেন, নেওয়া হবে বিশেষ স্কিম। পাচার করা অর্থ যাতে দেশে ফেরত আসে সেজন্য কিছু ছাড় থাকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সুবিধা আছে, সে প্রেক্ষিত বাংলাদেশ এই চিন্তা করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ডলারের বিনিময় হার অস্বাভাবিক নয়। পার্শ্ব অন্যান্য দেশের তুলনায় টাকার মান এখনো শক্তিশালী। বৈধ লেনদেনে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে একথা সত্য। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দাম বৃদ্ধির কারণে এক ধরনের চাপ সৃষ্টি হবে, তা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে।
ব্রিফিংয়ে মন্ত্রী নিত্য পণ্যের মূল্যসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতার জন্য সরকার কাজ করছে বলে জানান।
সানবিডি/এনজে