

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৬ রানের বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। লিড নিয়েছে ১৪১ রানের। জবাব দিতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ফিরেছেন শূন্য করে। শান্ত ২ করে ফিরেছেন রান আউটে। মুমিনুলও ডাক মেরেছেন। ১৫ রান করে আসিথা ফার্নান্ডোর বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রানে ব্যাট করছে। ওপেনার মাহমুদুল জয় ১৫ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম।
এর আগে শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ১২৪ রানের ইনিংস খেলেন দিনেশ চান্দিমাল। অ্যাঞ্জেল ম্যাথুস ১৪৫ রানে অপরাজিত থাকেন। তিনি ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এর মধ্যে তিনবার ব্যাক টু ব্যাক টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি।
ম্যাথুস-চান্দিমাল ছাড়াও প্রথম ইনিংসে রান পেয়েছেন লঙ্কান ওপেনার ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি ৮০ রান করেন। ধনাঞ্জয়া ডি সিলভা ৫৮ রান যোগ করেন।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ ৩৬৫ রান তোলে। টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাস ও মুশফিকুর রহিম রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। লিটন ফিরে যান ১৪১ রান করে। মুশি ১৭৫ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে পেসার কাসুন রাজিথা পাঁচ উইকেট তুলে নেন। অন্য পেসার অসিথা ফার্নান্দো থলেতে ভরেন চার উইকেট। একজন রান আউট হন। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন স্পিনার সাকিব। পেসার এবাদত নিয়েছেন চার উইকেট। লঙ্কানদের শেষ ব্যাটার রান আউট হয়েছেন।