মুশফিকের বিদায়, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৭ ১১:০০:৪৪


চট্টগ্রাম টেস্টে দাপটের সঙ্গে ড্র করে ঢাকা টেস্টে জয়ের আশা করেছিলেন টাইগাররা। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যান স্বাগতিকরা।

প্রথম ইনিংসে মাত্র ৪২ মিনিট ব্যাটিং করে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। দলকে সেই অবস্থা থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেট জুটিতে ২৭২ রান যোগ করেন তারা।

দ্বিতীয় ইনিংসে সেই একই চিত্র দেখা যায়। চতুর্থ দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। অর্থাৎ সেই মুশফিক-লিটনে ভরসা করেই দিন শেষ করে বাংলাদেশ।

কিন্তু শেষ দিনে কুঠারাঘাত করে সেই ভরসাকে চৌচির করে দিলেন কাসুন রাজিথা। শ্রীলংকান পেসারের বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প।

দিনের অষ্টম ওভারে অফ স্টাম্পের বাইরে পিচ করা লেংথ ডেলিভারি ভেতরে ঢোকে একটু। একটু নিচু হয়ে স্কিড করে যায় বল। মুশফিক মিস করেন বলের লাইন, পেছনের পায়ে ডিফেন্স করতে গিয়ে একটু দেরিও করে ফেলেন তিনি। তাতেই ভূপাতিত স্টাম্প।

প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করা ব্যাটসম্যান এবার ফিরলেন ৩৯ বলে ২৩ রানে। বাংলাদেশের জন্য যা বড় ধাক্কা।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০।

সাকিব আল হাসান ২০ রানে আর লিটন অপরাজিত ৩১ রানে।