গত দুই ম্যাচেই চার পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কার বিপক্ষেও সম্ভবত চার পেসার থাকছে। মুস্তাফিজ, তাসকিন, আল আমিন, মাশরাফিদের নিয়ে গড়া বাংলাদেশের পেস লাইন বেশ শক্তিশালীই। তবে তাতে ভীত নয় শ্রীলঙ্কা। টাইগারদের পেস আক্রমণ কীভাবে সামাল দিতে হয়, সেটা ভালো করেই জানা লঙ্কানদের। এমনটাই জানালেন অধিনায়ক ল্যাসিথ মালিঙ্গা।
রোববারের ম্যাচ সামনে রেখে আজ ফতুল্লায় অনুশীলন করে শ্রীলঙ্কা দল। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ বেশ ভালো। তবে আমরাও জানি কীভাবে ওদেরকে খেলতে হবে। আমরা বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে মোটেও চিন্তিত নই।’
এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আমিরাতকে হারায় লঙ্কানরা। অন্যদিকে ভারতের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। ফাইনালে যাওয়ার প্রশ্নে কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সানবিডি/ঢাকা/আহো