ভারতের চাল রফতানির পরিকল্পনা নেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৮ ১৪:৫২:৫৯

চাল রফতানি কমিয়ে আনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশ ভারত। পর্যাপ্ত অভ্যন্তরীণ মজুদ ও স্থানীয় বাজারে সরকার নির্ধারিত দরের চেয়ে কম দামে চাল বিক্রির কারণে রফতানি কমানো হবে না। বেশ কয়েকটি সরকারি ও শিল্পসূত্র এমনটা জানায়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে ভারত সরকারের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি চালের মজুদ রয়েছে। ফলে রফতানি ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহের জন্য দাম ও সরবরাহ সংকটজনিত কোনো ধরনের আশঙ্কা নেই। এ অবস্থায় রফতানি সীমিত বা বন্ধ করার কোনো ধরনের ইচ্ছা নেই ভারতের।
অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিভি কৃষ্ণ রাও বলেন, ভারতের চালের দাম ক্রমাগত কমছে। যদিও এ সময়ে রফতানি বাড়ছে। পাশাপাশি ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) কর্তৃক উল্লেখযোগ্য হারে অভ্যন্তরীণ ক্রয়ও বেড়েছে। ফলে রাষ্ট্রীয় মজুদের পরিমাণও বেড়েছে সমানতালে। ফলে রফতানি নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার কোনো প্রয়োজন নেই।
এদিকে চলতি সপ্তাহ আবারো কমেছে ভারতীয় চালের দাম। এ সময়ে দেশটির ৫ শতাংশ স্বল্প সিদ্ধ চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৫০-৩৫৪ ডলার। আগের সপ্তাহে একই মানের চালের রফতানি মূল্য ছিল ৩৫১-৩৫৬ ডলার। রফতানিকারকরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত। অনেক ক্রেতা শতভাগ ভাঙা চালও খুঁজছেন প্রাণিখাদ্য হিসেবে। মূলত ভুট্টার চেয়ে সস্তায় প্রাণিখাদ্য সংগ্রহের জন্য শতভাগ ভাঙা চালের চাহিদা রয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













