ইইউ ও যুক্তরাজ্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ার সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৯ ০৯:২৯:৫০


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। পর্যাপ্ত বৃষ্টিপাতসহ অনুকূল আবহাওয়া উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

ইইউ অঞ্চলে খাদ্যশস্য বাণিজ্যের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কোসিরাল। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইইউ ও যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৩০ কোটি ৯৫ লাখ খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত মার্চে প্রতিষ্ঠানটি ৩০ কোটি ৫৬ লাখ টনের পূর্বাভাস দিয়েছিল। তবে পূর্বাভাস বাড়ানো হলেও গত বছরের তুলনায় উৎপাদন নিম্নমুখী থাকবে। ওই সময় এ অঞ্চলে ৩১ কোটি ২০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছিল।

কোসিরাল জানায়, এ বছর মোট খাদ্যশস্যের মধ্যে ১৪ কোটি ৩০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এর আগের পূর্বাভাসে ১৪ কোটি ১৩ লাখ টন গম উৎপাদনের কথা বলা হয়েছিল। গত বছরের তুলনায় উৎপাদন নিম্নমুখী থাকবে। ওই বছর ১৪ কোটি ৩৯ লাখ টন গম উৎপাদন হয়েছিল। উপযুক্ত সময়ে স্পেনে পর্যাপ্ত বৃষ্টিপাত কোসিরালকে পূর্বাভাস বাড়াতে সহায়তা করেছে।

এদিকে যব উৎপাদন কিছুটা বেড়ে ৬ কোটি টনে উন্নীত হতে পারে। গত বছর শস্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৫ কোটি ৯৪ টন।

অন্যদিকে গম ও যব উৎপাদন বাড়ার পূর্বাভাস দেয়া হলেও কমানো হয়েছে ভুট্টার। ইইউ ও যুক্তরাজ্যে শস্যটির উৎপাদন ৬ কোটি ৬০ লাখ টনে নামতে পারে। আগের পূর্বাভাসে ৬ কোটি ৭৩ লাখ টন উৎপাদনের কথা বলা হয়েছিল। গত বছর ৬ কোটি ৭২ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল।

চলতি বছর সরিষা উৎপাদন ১ কোটি ৯৫ লাখ টনে উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। আগের পূর্বাভাসে ১ কোটি ৯৩ লাখ টন সরিষা উৎপাদনের কথা বলা হয়েছিল। গত বছর এ অঞ্চলে ১ কোটি ৮৫ লাখ টন সরিষা উৎপাদন হয়েছিল।

সানবিডি/এনজে