হই হুল্লোর আর নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সাভারে অবস্থিত আফছার একাডেমীর বার্ষিক শিক্ষা শফর। শনিবার মানিকগঞ্জের নাহার গার্ডেনে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলে এ শিক্ষা সফরের নানা কার্যক্রম। সকালে ৯টার দিকে যাত্রা শুরু করে নাহার গার্ডেনে, পৌছানোর পর শুরু হয় ছাত্র-ছাত্রীদের বাঁধভাঙা আনন্দ জোয়ার। এ যেন প্রকৃতির সাথে মানবের প্রেম।
দুপুরে আফসার একাডেমি ও বেঙ্গল গ্রুপের সাথে এক প্রীতি ক্রিকেট টুনামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আফসার একাডেমি আট উইকেটে বিজয় অর্জন করে।
এছাড়াও শিক্ষা সর্ম্পকিত নানা আয়োজন, সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লটারির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ র্যাফেল ড্র।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.এম মাসুমবিল্লাহ চেয়ারম্যান, এমএসবি ফাউন্ডেশন (মর্ডান অ্যান্ড সোসাল বিজনেস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহিদুল ইসলাম পরিচালক (প্রশাসন), শফিকুল ইসলাম সবুজ, পরিচালক (অর্থ), হাফসা পাটোয়ারী নীলা, পরিচালক (মার্কেটিং)।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আফসার একাডেমির প্রিন্সিপাল মো. বসিরুল আলম, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. লুৎফর রহমান, রবিন মোল্লা, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, মধুমালা, জান্নাতুল ফেরদৌস, মনিকা আক্তার, মুন্নি আক্তার, রেখা আক্তার, ও ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং অতিথিরা।
সানবিডি/ঢাকা/এসএস