
দেশীয় বাজার ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানি বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানি আগের মৌসুমের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে ভুট্টা আমদানি করা হয়েছিল ২৫ হাজার ৬১ টন। যার মূল্য ৬৯ কোটি ৭১ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি করা হয়েছে ৪৪ হাজার ৪৮৫ টন। যার মূল্য ১২৫ কোটি ৭৭ লাখ টাকা।
ভোমরা স্থলবন্দরে কৃষিজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গাজী আমজাদ হোসেন জানান, প্রতি সপ্তাহে ১৫-২০ ট্রাক ভুট্টা আমদানি করে তার প্রতিষ্ঠান। তবে চাহিদা সে তুলনায় অনেক বেশি। ভারতের বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ভুট্টার। গত অর্থবছরের এ সময় ভারতে ভুট্টার দাম ছিল বাংলাদেশী মুদ্রায় ১৭-১৮ টাকা। তা এখন বিক্রি হচ্ছে ২৭-২৮ টাকা কেজি দরে।
এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১-২২ মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় ভুট্টা উৎপাদন লক্ষ্য নির্ধারণ হয়েছে ২ হাজার ৪০০ টন। এ লক্ষ্য সামনে রেখে জেলায় ভুট্টার আবাদ হয়েছে ২২৮ হেক্টর জমিতে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জনান, জেলায় যে পরিমাণ ভুট্টার চাহিদা উৎপাদন সে তুলনায় অপ্রতুল। কৃষকরা ভুট্টা উৎপাদনে আগ্রহী না। তারা এটি চাষ ঝামেলাপূর্ণ মনে করেন। কারণ বিপণন ব্যবস্থা নিয়ে মুশকিলে পড়তে হয় তাদের।
সানবিডি/এনজে