কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চালুর সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৬:২৭:১৭


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধকে কেন্দ্র করে কৃষ্ণ সাগরীয় বন্দরে আরোপিত অবরোধ তুলে নিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করার ব্যাপারে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া। শনিবার এক ফোন কলে জার্মানি ও ফ্রান্সের নেতাদের এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈশ্বিক গম রফতানির প্রায় এক-তৃতীয়াংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। পাশাপাশি বৈশ্বিক সার রফতানিতেও শীর্ষস্থানীয় রাশিয়া। অন্যদিকে ইউক্রেন শীর্ষ ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানিকারক।

ক্রেমলিন বলেছে, কৃষ্ণ সাগরসহ অন্যান্য বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনের উপায় খুঁজে বের করতে সাহায্য করবে রাশিয়া। এক্ষেত্রে আলোচনায় বসতে প্রস্তুত দেশটি।

ক্রেমলিন আরো জানায়, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চেন্সেলর ওলাফ স্কলজকে বলেছেন, বিশ্বজুড়ে সার ও কৃষিপণ্য রফতানি বাড়াতেও প্রস্তুত তার দেশ। এক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার শর্তও জুড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ইতালি ও অস্ট্রিয়ার নেতাদের সঙ্গে আলাপকালেও একই দাবি উত্থাপন করেন পুতিন।

সানবিডি/এনজে