নিকেল পণ্যে রফতানি শুল্ক আরোপের সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩১ ১০:৪১:৪০

লো কনটেন্ট নিকেল পণ্যের ওপর রফতানি শুল্ক আরোপ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। উদ্দেশ্য দেশটির পরিশোধন ও প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ বাড়ানো। ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী সম্প্রতি একটি অনলাইন প্রেস কনফারেন্সে এ কথা জানিয়েছেন।
একসময় বিশ্বের শীর্ষ নিকেল রফতানিকারক ছিল ইন্দোনেশিয়া । ২০২০ সালে অপরিশোধিত নিকেল রফতানি বন্ধ করে দেয় দেশটি। উদ্দেশ্য চীনের শীর্ষ ধাতব কোম্পানিগুলোকে বিনিয়োগে আকর্ষণ করা। এক্ষেত্রে দেশটি সফল হয়েছে। নিকেল পিগ আয়রন বা ফেরোনিকেলের মতো লো কনটেন্ট নিকেল বর্তমানে দেশটির প্রক্রিয়াকরণ শিল্পে আধিপত্য করছে।
বিনিয়োগমন্ত্রী বাহলিল লাহাদালিয়া বলেন, সরকার উচ্চ কনটেন্ট নিকেল পণ্য প্রক্রিয়াকরণ ও উত্তোলনে উৎসাহিত করতে রফতানিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। আমরা যদি ৫০-৬০ শতাংশের নিচে লো কনটেন্ট নিকেল পণ্য পাঠাতে বাধ্য হই, তবে তাতে রফতানি শুল্ক যুক্ত করা হবে। তবে এখনো সরকারের পক্ষ থেকে শুল্কহার নির্ধারণ করে কোনো পলিসি গ্রহণ করা হয়নি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













