
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট গম সংকটে ভুক্তভোগী আমদানিনির্ভর দেশগুলো। এর মধ্যে নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। পরিস্থিতি উত্তরণে ভারতের সহায়তা চেয়েছে বেশকিছু দেশ। এসব দেশ থেকে ১৫ লাখ টনেরও বেশি গম সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। সম্প্রতি ভারত সরকার ও ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ভারতের সরকারি এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে জানান, অর্ধ ডজনেরও বেশি দেশ ১৫ লাখ টনেরও বেশি সরবরাহের জন্য ভারতের দৃষ্টি আর্কষণ করেছে। এসব দেশের আহ্বানে সাড়া দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
নীতিনির্ধারক পর্যায়ের ওই কর্মকর্তা আরো জানান, খাদ্যনিরাপত্তার দিক থেকে যেসব দেশ নাজুক এবং যাদের গম প্রয়োজন তাদের সহায়তা করতে আগ্রহী ভারত।
বিপুল পরিমাণ গম সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন সংকটের পর থেকে ভারত থেকেই নিয়মিত গম আমদানি করছিল বাংলাদেশ। কিন্তু রফতানি নিষেধাজ্ঞায় তাতে ভাটা পড়ে।
সানবিডি/এনজে