ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ পয়সা বা দশমিক ৮১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ২৪ টাকা ৫০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৬ বারে ১১ হাজার ৩৭৫টি শেয়ার লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে হইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৩৮ টাকা ৭ পয়সা বা ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বশেষ লেনদেন হয় ৫৬৪ টাকা দরে। আজ ১ হাজার ২০২ বারে কোম্পানিটির ১ লাখ ৩৯ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭ পয়সা বা ২ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড, তাল্লু স্পিনিং এবং বিডি থাই অ্যালুমনিয়াম।