
ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর থেকেই রফতানিতে বিপর্যয়ের মুখে পড়ে ইউক্রেন। বিশেষ করে কৃষ্ণ সাগরীয় বন্দর অবরুদ্ধ হয়ে পড়ায় সমুদ্রপথে দেশটির রফতানি বন্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে তুরস্ক।
তুরস্কের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করতে বসফরাস প্রণালি দিয়ে একটি করিডর খুলে দেয়ার জন্য রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করছে ইস্তানবুল।
তথ্য বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। এ কারণে ব্যাহত হচ্ছে গম, ভুট্টা, সূর্যমুখী তেল ও অন্যান্য কৃষিপণ্য রফতানি। ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চে আরোহণ করেছে। নাটকীয়ভাবে বেড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রাক্কলন অনুযায়ী, ইউক্রেনের বন্দর টার্মিনালগুলোয় বর্তমানে দুই কোটি টন খাদ্যশস্য আটকে আছে।
নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই আলাপ-আলোচনা করছে তুরস্ক। উদ্দেশ্য ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করা।
তিনি আরো বলেন, তুরস্ক থেকে একটি করিডর খুলে দিতে আলাপ-আলোচনা এখনো চলছে। এতে সাফল্য এলে তা আমদানিকারক দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। কারণ বর্তমান বাজারে ইউক্রেনীয় গমের ব্যাপক চাহিদা।
তবে এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কার্যালয় থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
তুরস্ক একটি ন্যাটো সদস্যভুক্ত দেশ। শুরু থেকেই দেশটি ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। তবে সংঘাত চলাকালীন রাশিয়া-ইউক্রেন—দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রক্ষা করছে দেশটি।
সানবিডি/এনজে