ফের টেস্ট অধিনায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৬:০৯:৫২

Bangladesh cricketer Shakib Al Hasan plays a shot during the first day of the first cricket Test match between Bangladesh and Pakistan at The Sheikh Abu Naser Stadium in Khulna on April 28, 2015. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
আবারও জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টানা ব্যর্থতার কারণে সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। এর পরই গুঞ্জন উঠে, সাকিব আল হাসানের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড কর্তাদের বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত মেলে। অবশেষে সেটাই সত্যি হলো।
বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে বোর্ডের জরুরি মিটিং বসে। সেখানেই সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়ো হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জাতীয় দলের নেতৃত্বে বসলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












