মাত্র ১০ টাকায় ইন্টারনেট সেবা

আপডেট: ২০১৫-১০-১৩ ১২:২৭:৫৪


internet1-655x360

সেপ্টেম্বরে সিলিকন ভ্যালিতে গিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের সঙ্গে সাক্ষাত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তখনই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের ৫০০টি গ্রামে কম পয়সায় ইন্টারনেট সেবা দেওয়া হবে৷ আর এই বিষয়ে সাহায্য নেওয়া হবে ভারতের রিল্যায়েন্সের।

কানেকটিভিটি সলিউশন ইন্ডিয়ার আঞ্চলিক অধিকর্তা মনীশ শেঠ জানিয়েছেন, ভারতের ঘরে ঘরে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার জন্য স্থানীয় কেবল অপারেটরদের সাহায্য নেওয়া হবে৷ পাশাপাশি কেবল অপারেটরদের উন্নত প্রযুক্তি ও বিভিন্ন সফটওয়ার দিয়ে সাহায্য করা হবে৷

এর ফলে গ্রামীণ গ্রাহকরা মাত্র ১০ টাকায় পাবেন ওয়াই-ফাই সেবা৷ তিনি আরও জানিয়েছেন, এই সেবা প্রথমে মিলবে ভারতের ১০০টি গ্রামে৷ তবে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তিক এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ে যেতে চাইছে ফেসবুক৷ এই পরিষেবা দেওয়ার জন্য নিজস্ব উপগ্রহও পাঠাবে ফেসবুক৷ এই ব্যাপারে ফেসবুককে সাহায্য করবে একটি ফরাসি সংস্হা৷ শুধু উপগ্রহই নয়, ফেসবুক এক নতুন প্রযুক্তি আনছে কম পয়সায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য৷